Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খসড়া_ভোটার_তালিকা_প্রকাশ
বিস্তারিত

#খসড়া_ভোটার_তালিকা_প্রকাশ

এতদ্বারা সম্মানিত ধর্মপাশা উপজেলার ২০১৯ সালে ভোটার হিসেবে নিবন্ধিত সকলকে জানানো যাচ্ছে যে, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

#যাদের_জন্মতারিখ_০২_০১_২০০২_অথবা_পূর্বে তাদের নামই শুধু ভোটার তালিকায় প্রকাশিত হয়েছে।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় , সংশোধনকারী কর্তৃপক্ষের নিকট রক্ষিত খসড়া ভোটার তালিকায় কোন তথ্যে ভুল থাকলে কোন ধরণের ফি জমা ছাড়াই নির্ধারিত ফরম সংগ্রহ করে সংশোধনের আবেদন করা যাবে।

এছাড়া ভোটার হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও যারা ভোটার হতে পারেন নাই, তারাও ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

#আবেদনের_শেষ_তারিখ_০৪_০২_২০২০

#পুনশ্চঃ জাতীয় পরিচয়পত্র হাতে পাবার পর ভুল হয়েছে, অাপনারা ভুল করেছেন, অামি বাড়িতে ছিলাম না, মাস্টাররা ভুল করেছে, যারা টাইপ করেছে তারা ভুল করেছে, অামি পড়ালেখা করি নাই- স্কুলের স্যারেরা এমনিতেই লিখেছে অামি এসএসসি পাস,
অামার অাসল নাম না লিখে ডাক নাম লিখে দিয়েছে..... ইত্যাদি ইত্যাদি সমস্যা এড়াতে অনুগ্রহপূর্বক খসড়া ভোটার তালিকায় নিজের তথ্যটি একবার যাচাই করার জন্য অাপনাদের বিশেষভাবে অনুরোধ করছি।

#সর্বোচ্চ_সেবা_প্রদানের_লক্ষ্যে_সেবাপ্রার্থীর_জন্য_সাপ্তাহিক_ছুটির_দিন_অফিস_কার্যক্রম_চলমান_থাকবে..

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
24/01/2020
আর্কাইভ তারিখ
08/02/2020